Main Menu

নবীনগরে স্বাভাবিক প্রসবসেবা জোরদারকরণ বিষয়ক কর্মশালা

+100%-

নবীনগর সংবাদদাতা:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এমসিএইচ সার্ভিসেস ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কন্দ্রে স্বাভাবিক প্রসবসেবা জোরদারকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। নবীনগর পরিবার পরিকল্পনা দপ্তরের আয়োজনে  সোমবার(২৯/০১) উপজেলা পরিষদ মিলনায়নে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে  আমন্ত্রিত অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যুগ্নসচিব মুহাম্মদ নূরুল আলম।

সভাপতিত্ব করেন  উপজেলা পরিষদ চেযারম্যান ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম। বিশেষ অথিতি ছিলেন,পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএএইচ সার্ভিসেস এর পরিচালক ডাঃ মোহাম্মদ শরীফ, জেলা সিভিল সার্জন ডাঃ নিশিত নন্দী মজুমদার,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম,ভাইস চেয়ারম্যান মোছেনা বেগম, উপ-পরিচালক অরবিন্দ দত্ত,জেলা পঃপঃ কর্মকর্তা আকিব উদ্দিন,ডাঃ মোকবুল হোসেন,উপজেলা পঃপঃ কর্মকর্তা মো. জাকির হোসেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এমসিএইচ প্রোগ্রাম ম্যানেজার ডাঃ এবিএম সামছুদ্দিন আহমেদ। কর্মশালায় স্বাস্থ্য ও পঃপঃ দপ্তরে মাঠ পর্যায় কর্মী, ইউপি চেয়ারম্যান ,সাংবাদিক , বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধিজনরা অংশ নেয়।


Shares