Main Menu

নবীনগরে স্কাউটের উদ্যোগে সচেতনা বিষয়ক সভা অনুষ্ঠিত 

+100%-
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: বাংলাদেশ স্কাউট ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা শাখা উদ্যোগে দাঙ্গা, বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা  বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নবীনগর উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
নবীনগর উপজেলা স্কাউটের সভাপতি, নবীনগর উপজেলা নির্বাহী অফিসার একরামুল সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.  মোকারম হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম বুলবুল, নবীনগর ইচ্ছাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউছার বেগম, উপজেলা স্কাউটের সহ সভাপতি রেজাউল করিম বাবুল, সম্পাদক মো. জাকির হোসেন, শিক্ষক স্বরূপ কুমার সাহা,শিক্ষক সুজন কুমার রায় প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক মো. শাহজাহান।
এসময় উপজেলার ১৬৬ টি স্কুলে স্কাউটের বিভিন্ন উপকরন বিতরন করা হয়।





Shares