Main Menu

নবীনগরে সাবেক ইউ পি সদস্য সহ দুই জনকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের জেল

+100%-

নবীনগর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সরকারি গাছ কাটার দায়ে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও আওয়ামীলীগের নেত্রী জাহানারা বেগম ও মোবাইলে প্রেমের মাধ্যামে টাকা হাতিয়ে নেওয়ায় রুবেল নামের এক যুবককে ছয় মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সন্ধ্যায় উপজেলার সহকারী কমিশানর (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেপি দেওয়ান এ কারাদন্ড দেন। দন্ডপ্রাপ্ত জাহানারা উপজেলা ইব্রাহিমপুর গ্রামের সুজন মিয়ার স্ত্রী ও পৌর এলাকার আলমনগর গ্রামের বাবুল মিয়ার ছেলে রুবেল মিয়া। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশানর (ভূমি) জেপি দেওয়ান বিষয়টি নিশ্চিত করে বলেন, জাহানারার বিরুদ্ধে ইব্রাহিমপুর গ্রামের সড়কের পাশে নবীনগর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মালিকানাধীন একটি কড়ই গাছ কাটার অভিযোগ ওঠে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করার পর তিনি গাছ কাটার বিষয়টি স্বীকার করলে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। অপরদিকে মোবাইলে প্রেমের মাধ্যামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠে রুবেলের বিরুদ্ধে। সে ভ্রাম্যমান আদালতে দ্বায় স্বীকার করলে সিনেমাটোগ্রাফি আইনে তাকেও ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়।






Shares