Main Menu

নবীনগরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভায় ২৫ মার্চের গণহত্যাকে “আন্তর্জাতিক গণহত্যা দিবস” হিসেবে স্বীকৃতি প্রদানের জোর দাবি

+100%-

নবীনগর প্রতিনিধি: ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যাকে “আন্তর্জাতিক গণহত্যা দিবস” হিসেবে স্বীকৃতি দিয়ে সারা বিশ্বে দিবসটিকে একযোগে যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য জাতিসংঘের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন স্থানীয় প্রশাসন এবং সরকারি ও বিরোধী দলের নেতৃবৃন্দসহ নবীনগরের বিভিন্ন পেশার প্রতিনিধিরা।

২৫ মার্চ ভয়াল গণহত্যা স্মরণে গতকাল রাতে নবীনগর প্রেসক্লাব চত্বরে স্থানীয় সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত “আলোক যাত্রা ও মুক্তিযুদ্ধের পংক্তিমালা উচ্চারণ” শীর্ষক ব্যতিক্রমী এক অনুষ্ঠানে বক্তারা এ দাবি জানান। অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু সভাপতিত্বে এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবীনগর পৌরসভার মেয়র মোহাম্মদ মাঈন উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিত্ত রঞ্জন পাল, নবীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, নবীনগর থানার ওসি মো. আসলাম সিকদার, পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) রাজু আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট শিব শংকর দাস, নবীনগর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শামসুল আলম সরকার, নবীনগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু মোছা, নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু কামাল খন্দকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আনিছুর রহমান মঞ্জু, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি সামস আলম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন, যুবদলের আহবায়ক মফিজুল ইসলাম মুকুল, নবীনগর বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল আলম জনি প্রমুখ।

এর আগে সন্ধ্যা ০৭টায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবানে অনুষ্ঠানে আগত আমন্ত্রিত অতিথিরা ২৫ মার্চ সংঘটিত ভয়াল গণহত্যা স্মরণে মোমবাতি জ্বালিয়ে নবীনগর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। আলোচনার ফাঁকে ফাঁকে মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা আবৃত্তি ও দেশাত্ববোধক গান পরিবেশন করেন বিশিষ্ট বাচিক ও কন্ঠশিল্পীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক জাহিদুল হক জিকু ও সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন জোটের সদস্য সচিব কাওছার আলম ভূঁইয়া অপু।






Shares