Main Menu

নবীনগরে রমজান উপলক্ষে আইনশৃংখলা রক্ষার্থে মতবিনিময় সভা

+100%-

ramadanডেস্ক ২৪:: মাহে রমজান উপলক্ষে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে নবীনগর থানা পুলিশ স্থানীয় ব্যবসায়ী এবং  সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভার আয়োজন করেন। শনিবার বিকেল চারটায় নবীনগর বাজার ব্যবসায়ী কমিটির কার্যালয়ে আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আজিজুল ইসলাম,  থানার অফিসার ইনচার্জ (ওসি)  জনাব মোঃ ইমতিয়াজ আহম্মেদ পিপিএম, উপজেলার ভাইস চেয়ারম্যান জনাব মোশারফ হোসেন সরকার, নবীনগর পৌরসভার মেয়র জনাব মোঃ মাইন উদ্দিন,

অত্র বাজার কমিটির সভাপতি জনাব মোঃ মনির হোসেন, সাধারণ সম্পাদক জনাব আশ্রাফুল আলম জনি সহ বাজারের ব্যবসায়িকবৃন্দ সহ বিভিন্ন স্তরের লোকজন।

ওসি ইমতিয়াজ আহমেদ বক্তব্যে দিতে গিয়ে পবিত্র রমজান মাসে ব্যক্তি ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে নিম্ন লিখিত পরামর্শ সকলকে মেনে চলার অনুরোধ করেন।

জাল টাকা বহন  মারাত্মক অপরাধ, টাকা নেয়ার পূর্বে ভালো করে নিরাপত্তা বৈশিষ্ট্য সমূহ যাচাই করে নেওয়া,

বাসে ভ্রমন কালে কোন  হকার কিংবা অন্য অজ্ঞাত ব্যক্তির নিকট হতে কোন খাবার গ্রহণ থেকে বিরত থাকা,

নিজের মানিব্যাগ, মোবাইল ফোন এবং পার্স এর প্রতি সজাগ দৃষ্টি রাখা,

যাতায়তের সময় সহযাত্রী বেশে থাকা অজ্ঞান পার্টির খপ্পর হতে সতর্কতা অবলম্বন করা, বাসা/বাড়ি ত্যাগের পূর্বে রুমের দরজা জানালা সঠিকভাবে তালাবদ্ধ রাখা,

রাতে দোকান/ বাসার চারপাশে আলোকিত করে রাখা, ঈদে মহল্লা/বাসায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটে থাকলে বা ঘটার সম্ভাবনা থাকলে তা স্থানীয় কমিউনিটি পুলিশিং কমিটি/থানা/ফাঁড়ীকে অবহিত করা,

চলন্ত অবস্থায় এবং গাড়ী পার্কিং শেষে গাড়ির দরজা লক করেছেন কিনা তা যাচাই করে নেওয়া, মোটরবাইক এর  ঊভয় চাকায় লক ব্যবহার করা ও নির্জন স্থানে মোটরবাইক না রাখা, ইভটিজিং রোধে মার্কেট কমিটি/পুলিশকে অবহিত করা 

ব্যবসায়ীদেরকে উদ্দেশ্য করে বলেন  দোকানে প্রয়োজনের অতিরিক্ত নগদ টাকা না রাখতে এবং নগদ টাকা ব্যাংকে জমা রাখার সময় পুলিশের সহায়তা গ্রহন করতে।এই সময় কড়তালি দিয়ে অফিসার ইনচার্জ এর উপরোক্ত কথা গুলো উপস্থিত সকলেই সমর্থন করেন।






Shares