Main Menu

নবীনগরে যুবলীগ নেতা গোলাম মোস্তফা গ্রেপ্তার

+100%-

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় গোলাম মোস্তফা (৪২) কে নামে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৪ মে) রাত ৯টার দিকে নবীনগর পৌর এলাকার সদর বাজারের সালাম রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আগামীকাল বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে অভিযুক্তকে কারাগারে পাঠানো প্রস্তুতি চলছে। গ্রেপ্তার গোলাম মোস্তফা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক নবীনগর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

এদিকে যুবলীগ নেতা গোলাম মোস্তফা কে হয়রানির জন্যই এ মামলায় আটক করা হয়েছে বলে দাবি তার পরিবারের।

তারা জানান, বিটঘর বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলাটি সম্পূর্ণ সাজানো মামলা। সেই রাজনৈতিক মামলায় হয়রানির উদ্দেশ্যে এরই মধ্যে একের পর এক আ. লীগের নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় যুবলীগের এই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।






Shares