Main Menu

নবীনগরে মুক্ত নাট্য সংস্থা’র ‘সিঁদুর নিও না মুছে’ যাত্রাপালা মঞ্চস্থ

+100%-

নবীনগরে সামাজিক সাংস্কৃতিক সংগঠন ‘মুক্ত নাট্য সংস্থা’র ২৫ বছর পুর্তিতে  তিনদিন ব্যাপী উৎসব আজ শনিবার থেকে শুরু হয়েছে। এ উপলক্ষ্যে উক্ত সংস্থা  ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করে । আলোচনা শেষে  ‘সিঁদুর নিও না মুছে’ যাত্রাপালা মঞ্চস্থ করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন, ঢাকা (দক্ষিণ) মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল।
এতে সভাপতিত্ব করেন, মুক্ত নাট্য সংস্থার আহ্বায়ক মো. মিজানুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নৌ পরিবহন মন্ত্রনালয়ের সচিব এর একান্ত সচিব মোহাম্মদ আজিজুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোহাম্মদ ইউনুছ আলী, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ পিপিএম, আওয়ামীলীগ নেতা জহির উদ্দিন চৌধুরী শাহান, বশির আহমেদ সরকার পলাশ, শফিকুল ইসলাম, কাউন্সিলর  আবু সাঈদ, ও দুপ্রক সভাপতি আবু কামাল খন্দকার প্রমুখ।


Shares