নবীনগরে বাঁশের সাঁকো ভেঙে দুর্ভোগে সাত গ্রামের মানুষ




সাঁকোটি ভেঙে যাওয়ায় স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি, রোগী ও গর্ভবতী নারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীরা মালামাল পরিবহন করতে পারছেন না। জরুরি চিকিৎসার প্রয়োজনে অ্যাম্বুলেন্স দ্রুত পৌঁছাতে না পারায় ঝুঁকিতে পড়ছেন রোগীরা।
স্থানীয়রা জানান, তারা প্রতিবছর নিজেদের অর্থায়নে সাঁকোটি নির্মাণ ও মেরামত করে থাকেন। কিন্তু এটি একটি দীর্ঘমেয়াদি সমাধান নয়। ইতোমধ্যে একাধিকবার পাকা সেতুর দাবিতে আবেদন জানানো হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
এলাকাবাসী অবিলম্বে একটি স্থায়ী ও নিরাপদ সেতু নির্মাণের দাবি জানিয়েছেন, যাতে করে তারা নির্বিঘ্নে ও নিরাপদে যাতায়াত করতে পারেন।
« বিজয়নগর থেকে ৩ চোরাই মোটর সাইকেলসহ ৬ যুবক গ্রেফতার (পূর্বের সংবাদ)