Main Menu

নবীনগরে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালিত

+100%-

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ভোর ৬ টা ০১ মিনিটে ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনের নবনির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালের শুরুতে স্থানীয় সাংসদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগ। এছাড়াও উপজেলা প্রশাসন, নবীনগর পৌরসভা, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নবীনগর সরকারি কলেজ, নবীনগর মহিলা কলেজ, নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়, নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, নবীনগর প্রেসক্লাব সহ উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।
এদিকে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর আত্মজীবনীর উপর আলোচনা ও আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।


Shares