Main Menu

নবীনগরে প্রবাসীর বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড

+100%-

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ৪নং ওয়ার্ডের শাহ্ সাহেব বাড়ির পাশে সামসুল আলম নামে এক প্রবাসীর বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার বিকেলে সাড়ে পাচঁটার দিকে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় ফায়ারসার্ভিস টিম এসে আশপাশে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে।

সরজমিন গিয়ে দেখা যায়, ভয়াবহ এই অগ্নিকান্ডের ফলে প্রবাসী সামসুল আলমের দুটি চৌচালা টিনের ঘরে থাকা একটি মটর সাইকেল ও ঘরের আসবাব পত্র ভূস্মীভুত  হয়ে যায়।
স্থানীয়রা জানান, বিকেলে হঠাৎ গ্যাসের সিলান্ডার বিস্ফরিত হয়ে এই অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এই অগ্নিকান্ডের ফলে আনুমানিক ২০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়।


Shares