Main Menu

নবীনগরে পূর্বের নির্বাচন বিরোধের সংঘর্ষে ২ জন নিহত

+100%-

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রসুলপুর গ্রামে নির্বাচনী বিরোধের জেরে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় ফারুক মিয়া (৫৫) ও মোয়াজ্জিন বাছির মিয়া (৫৯) নামে দুই ব্যাক্তি নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২০জানুয়ারি) সন্ধ্যায় ও রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেন।
নিহত ফারুক মিয়া উপজেলার রসুলপুর গামের আব্দুল মন্নাফ মিয়ার ছেলে ও বাছির মিয়া একই গ্রামের মৃত আজম মুন্সীর ছেলে।
স্থানী সূত্রে জানা যায়, উপজেলার রসুলপুর গ্রামের বর্তমান ইউপি সদস্য সহিদ মেম্বারের সাথে সাবেক ইউপি সদস্য সোহবান মেম্বারের ছোট ভাই বাছির মিয়ার সাথে গত ইউপি নির্বাচন নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে গত বছরের ১৩ নভেম্বর সকালে বাছির মিয়াকে সহিদ মেম্বারের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা করে। পরে গুরুত্বর আহতাবস্থায় বাছির মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। পরপর্তীতে সেখানে চিকিৎসা শেষে তাকে আবারো গত ১৫ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে বাছির মিয়ার দীর্ঘ ২ মাস ৮দিন মৃত্যুর সাথে লড়ে গতকাল বুধবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে বাছির মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পরলে সাবেক ইউপি সদস্য সোহবান মেম্বারের লোকজন শহীদ মেম্বারের লোকজনদের বাড়িতে হামলা করে। এসময় ফারুক মিয়াকে একা পেয়ে ব্যাপক মারধোর করলে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ফারুক মিয়া মারা যায়।
নবীনগর থানার ওসি আমিনুর রশীদ ঘঁনার সত্যতা নিশ্চিত করে জানান, দুটি লাশই ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। ময়না তদন্তের রির্পোট হাতে পেলে বলা যাবে মৃত্যুর কারন। পরিস্থতি নিয়ন্ত্রনে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।






Shares