Main Menu

নবীনগরে নদী থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার

+100%-

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের তিতাস নদী থেকে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে আনুমানিক ৮টার দিকে উপজেলার কৃষ্ণনগর লঞ্চঘাট এলাকা থেকে এই মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত ওই যুবকের নাম ফয়সাল মিয়া(৩০)। সে উপজেলার চরগৌসাইপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, নিহত ফয়সালের মানষিক সমস্যা ছিলো। সে কিছুদিন পরপরই বাড়ি থেকে পালিয়ে যায়। পরে তাকে অনেক খোজাখোজি করে আবার বাড়িতে নিয়ে যাওয়া হয়। গত কয়েকদিন যাবতই সে নিখোজ ছিলো। আজ সোমবার সকালে তিতাস নদীর কৃষ্ণনগর লঞ্চঘাট এলাকায় তার মৃতদেহ ভাসতে দেখা যায়।পরে পরিবারের লোকজন তার পরিচয় সনাক্ত করে পুলিশে খবর দেয়।
নবীনগর থানা পুলিশ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান,নদী থেকে নিহত ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তাকে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা।


Shares