Main Menu

নবীনগরে জাতীয় বীমা দিবস পালিত

+100%-
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর  প্রতিনিধি   :: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। আজ সোমবার সকালে নবীনগর সদর  বসুন্ধরা সুপার মার্কেটের সামনে অবস্থান করে   স্বস্ব বীমা কোম্পানির প্রতিনিধিরা  স্থানীয় জনসাধারণের বীমার বিষয়ে অবগত করেন।
এসময় উপস্থিত ছিলেন, পপুলার লাইফ ইন্সুইরেন্স এর জুন ইনচার্জ  মো.  শাহ আলম ,  ফারইষ্ট ইসলামি লাইফ ইন্সুইরেন্স এর  জুন ইনচার্জ মাসুদ করিম, ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স এর  জুন ইনচার্জ বাবু শংকর, স্বদেশ লাইফ ইন্সুইরেন্স এর জুন ইনচার্জ মো. হেলাল উদ্দিন প্রমুখ।
এসময় উপস্থিত বীমা কর্মিরা স্থানীয় জনসাধারনদের বীমা করার প্রয়োজনিয়তা বিষয়ে অবগত করেন।

Shares