নবীনগরে চেয়ারম্যান পদপ্রার্থীর মোটরসাইকেল প্রতীকে গণ-সংযোগ ও পথ সভা




গতকাল মঙ্গলবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আলমনগরের উত্তর পাড়া, মধ্য পাড়া ও দক্ষিন পাড়া এলাকার মান্যবর ব্যাক্তিবর্গগণের উপস্থিতিতে এই নির্বাচনীয় পথসভা অনুষ্ঠিত হয়েছে । এসময়, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, টেকনো ড্রাগস এর স্বত্বাধিকারী নবীনগরের কৃতি সন্তান শাহ জালাল উদ্দিন আহাম্মেদ। নবীনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মমিনুল হক, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, আলমনগর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি হাজী লিল মিয়া সরদার, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, এম এ জাহের, মো: কুদ্দুস মিয়া, সাবেক ছাত্রলীগ নেতা মোজাম্মেল হক লিমন, ছাত্রলীগ নেতা কবির আহাম্মেদ,ছাত্র লীগ নেতা তপু আহাম্মেদ প্রমুখ।
চেয়ারম্যান প্রার্থী এইচ এম আল-আমিন আহামেদ বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে আমি প্রার্থী হয়েছি। আমি আপনাদের সন্তান, আমি আসা করি আগামী ৫ তারিখ উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে মোটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিবেন।
প্রধান অতিথি শাহ জালাল উদ্দিন আহাম্মেদ বলেন, আল আমিন আপনাদের সন্তান। আপনারা যদি তাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাকে সবসময় পাশে পাবেন। আমি আসা করি আপনারা আপনাদের সন্তানকে ভোট দিয়ে বিজয়ের মালা পড়াবেন।
« ব্রাহ্মণবাড়িয়ায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) নবীনগরে ৪ ডাকাত গ্রেপ্তার,মালামাল উদ্ধার »