Main Menu

ফলো আপ

নবীনগরে খেয়া পারাপারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমান আদালতের জেল জরিমানা

+100%-

মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের ‘মনতলা ঘাট থেকে সীতারামপুর’ ঘাট পর্যন্ত নৌকা পারাপারে পাঁচ টাকার স্থলে অবৈধ ভাবে ১০ টাকা নেয়ায় অভিযোগে তিন মাঝিকে ১৫ দিনে জেল জড়িমানা করা হয়েছে। তারা হলেন, রহমান মিয়(৩০), শামিম মিয়া (২৮) ও মো. আল আমিন(৩০) সর্ব সাং- উপজেলার কৃষ্ণনগর গ্রাম । গতকাল সোমবার সন্ধ্যায় ভ্রম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্টেট ও সহকারি কমিশনার (ভূমি) জেপি দেওয়ান তাদের এই স্বাজা প্রদান করেন।
উল্লেখ্য, উপজেলা সদরের ‘মনতলা ঘাট থেকে সীতারামপুর’ ঘাট পর্যন্ত নৌকা পারাপারে পাঁচ টাকার স্থলে ১০ টাকা করে আদায় করছেন ইজারাদারের লোকজন। এর আগে গত ১ জুলাই থেকে এই নৌঘাটে জেলা পরিষদ থেকে ‘মাশুল তালিকা’ টাঙানো হলেও প্রশাসনের কঠোর নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গত এক মাস ধরে ৫টাকার পরিবর্তে ১০ টাকা করে আদায় করা হোচ্ছে। মনতলা নৌঘাটে জেলা পরিষদ থেকে টাঙানো ‘মাশুল তালিকা’ সেখানে বলা হয় কোনোভাবেই যেন একজন ব্যক্তির কাছ থেকে পাঁচ টাকা ও মটর সাইকেল জানবাহনে কাছ থেকে ১৫ টাকার বেশি নৌকা ভাড়া আদায় করা না হয়। আর এ নিয়ে প্রায় প্রতিদিনই যাত্রীদের সঙ্গে ভাড়া আদায়কারীদের সাথে কথা কাটাকাটি সহ নানান সমস্যা হচ্ছে। এরই প্রেক্ষিতে গতকাল সোমবার ভ্রম্যমান আদালত তাদের এই স্বাজা প্রদান করেন।

পূর্বের সংবাদ

নবীনগরে খেয়া পারাপারে দ্বিগুন ভাড়া উত্তোলন,অসহায় সাধারন মানুষ

 






Shares