Main Menu

নবীনগরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

+100%-

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার অন্তর্গত বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা গ্রামে আজ(১৩-৫-২০১৯) সোমবার এসএসসি ব্যাচ২০১৪ এর আয়োজনে এক কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত আলোচনা সভায় মেরকুটা পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সম্ভু চন্দ্র পাল এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক জনাব শরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যাকুট ইউপির সদস্য ৪ নং ওয়ার্ড মেরকুটা গ্রামের বর্তমান মেম্বার জনাব সফিউল আলম দানিস।

২০১৮ সালের অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষা ও ২০১৯ সালের এস এস সি পরীক্ষায় উত্তীর্ন মেরকুটার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব সফিউল আলম দানিস বলেন,শিক্ষা হচ্ছে একটি আলো,আলো আসলে যেমন অন্ধকার দূর হয় ঠিক তেমনি শিক্ষা সমাজ থেকে অন্ধকার দূর করে।তাই শিক্ষার মান উন্নয়ন করার জন্য সমাজ থেকে অন্ধকার দূর করার জন্য এমন শিক্ষামূলক অনুষ্ঠান আরও বেশি বেশি হওয়া প্রয়োজন।উক্ত আলোচনা সভা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় মেরকুটার গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুর রৌফ চেয়ারম্যান ছেলে জনাব কামাল উদ্দিন আয়োজকদের ধন্যবাদ দিয়ে বলেন আগামীর প্রজন্মকে শিক্ষিত করে তুলতে এমন পোগ্রাম অনস্বীকার্য ভূমিকা পালন করবে।তাই আগামীতে এই পোগ্রাম গুলো আরও ব্যাপক ভাবে হওয়া ও গ্রামের সকল মানুষ এগিয়ে আসার জন্য আহবান করেন।

এছাড়াও অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মেরকুটা বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী জনাব আসাদ মিয়া,বিদ্যাকুট অমর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য জনাব ইকবাল ডাঃ,জনাব সামসুল আলম ফিরুজ ডাঃ,জনাব শাহীন বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠান শেষে মেরকুটা প্রাইমারি স্কুল থেকে ২০১৮ সালের অনুষ্ঠিত পি,এস,সি পরিক্ষায় সাতজন বৃত্তি প্রাপ্ত ছাত্রছাত্রীদের এবং,২০১৯ সালের অনুষ্ঠিত এস,এস,সি পরিক্ষায় মেরকুটা গ্রাম থেকে অংশগ্রহণকারী ১৩ জন উত্তির্ন ছাত্রছাত্রীদের মাঝে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।অনুষ্ঠানের আয়োজন ও সার্বিক সহযোগিতায় ছিলেন, জান্নাত হুসাইন হৃদয়,মুহাঃ নজরুল ইসলাম,অনন্ত পাল,জামির হোসাইন,সৌদিআরব প্রবাসী সুজন আহমদ,উমান প্রবাসী মোহাম্মদ নূর,সৌদিআরব প্রবাসী মুহাঃ অলিউল্লাহ।






Shares