Main Menu

নবীনগরে এক শিশু ধর্ষনের শিকার,আটক- ২

+100%-


নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৭ বছরের এক দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া ছাত্রী ধর্ষনের শিকার হয়েছে। গতকাল শুক্রবার দুপুরের দিকে নবীনগর পৌর এলাকার ৩নং ওয়ার্ড খাঁজানাগরে এ ঘটনাটি ঘটে। গতকাল শুক্রবার(২৪/০৮)রাতে শিশুটির মা কুলসুম বেগম বাদী হয়ে নবীনগর থানায় অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় পুলিশ জিঙ্গাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে। মো. ওবাইদুল হক (৭৫) নামে ওই ধর্ষক পলাতক রয়েছে।সে উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত নাজিরুজ্জামান মুন্সি ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই ধর্ষক পৌরএলাকার খাঁজানগরে বিউটি ষ্টোর নামে দোকানে মুদি ও মনোহরির ব্যবসা করে আসছে। বর্তমানে সে পৌর এলাকার মধ্যপাড়া খাঁ বাড়ীতে ভাড়াবাসায় বসবাস করে। শুক্রবার দুপুরে শিশুটি ওই দোকানে চকলেট কিনতে আসলে। ওই নরপিসাস শিশুটিকে পয়সা লাগবে না চকলেট দেব ভিতরে আয় বলে মেয়েটিকে দোকানের পিছনের একটি ছোট রুমে নিয়ে জোর করে ধর্ষন করে। মেয়েটির আত্বচিৎকারে আশে পাশে ছড়িয়ে পরলে লোকজন তাকে উদ্বার করে।
এ ব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) বলেন,এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


Shares