নবীনগরে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা




এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নূরজাহানপুর গ্রামের দুবার্জ মিয়ার ছেলে ইরাক প্রবাসী হানিফ মিয়া দেশে আসার পর করোনার কারনে বিদেশ যেতে না পেরে গ্রামে নিজ ও লিজকৃত পুকুরে মাছ চাষ শুরু করে। বুধবার রাতে পুকুরগুলো দেখার জন্য ঘর থেকে বের হয়। রাত্র বেশি হলে ঘরে ফিরে না আসায় তার স্ত্রী শিমু আক্তার ফোন করে ফোন বন্ধ পেলে পরিবারের লোকজ কে নিয়ে সারারাত খোঁজাখুজি করে পায়নি। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে পুকুর দ্বারে তার রক্তাক্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
এ বিষয়ে নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো:রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল হতে নিহতের লাশ উদ্ধার করে জেলা মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন আছে।খুনের তথ্য বের করতে পুলিশ কাজ করছে।
« নবীনগরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চার লক্ষ টাকা জরিমানা (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) নাসিরনগরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার »