Main Menu

নবীনগরে উপজেলা মডেল মসজিদ উদ্বোধন

+100%-

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধনে নির্মিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার ইব্রাহিমপুরে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে গণভবন থেকে সারাদেশের ৫০টি মডেল মসজিদ ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মকবুল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, ওসি আমিনুর রশিদ, ইব্রাহিমপুর দরবার শরীফের পীর ফয়েজী মোহাম্মদী আহম্মদ উল্লাহ, অধ‍্যক্ষ মুফতি মো. এনামুল হক কুতুবী, ইউপি চেয়ারম্যান আবু মোছা প্রমুখ।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।


Shares