Main Menu

নবীনগরে ইজারা তুলার জন্য লকডাউন উপেক্ষা করে সাপ্তাহিক হাট বসিয়েছে ইজারাদারের লোকজন

+100%-

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি বাংলাদেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়াতে সরকার সারাদেশে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে। এ লকডাউন কে উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীঘর বাজারে সাপ্তাহিক হাট বসেছে স্থানীয় ইজারাদারের লোকজন। সরজমিনে গিয়ে দেখা যায়, শ্রীঘর বাজারে বিভিন্ন রকমের নিত্য পণ্যের দোকান সাজিয়ে বসেছে ব্যবসায়ীরা।

শনিবার (১৭ এপ্রিল) উপজেলার শ্রীঘর বাজারে এ হাট বসিয়েছে বাজার ইজারাদার। এ নিয়ে এলাকার সচেতন মহলের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশাসন এ বিষয়ে কোনো রকম পদক্ষেপ গ্রহণ না করায় হাট বন্ধ রাখা সম্ভব হয়নি বলে জানান বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোতালিব মাখন। জানা গেছে, নবীনগর উপজেলার সর্ববৃহৎ হাট শ্রীঘর বাজার, প্রতি সপ্তাহে একদিন শনিবার বসে পশুর হাট। হাটে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। হাটে আসা লোকজনের মুখে কোন মাস্ক নেই। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক জানান, আমরা হাট বসার বিষয়ে অবগত না। আমরা প্রতিদিনই এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করছি। এই বিষয়ে খোজ নিয়ে প্রয়োজনিয় ব্যবস্থা নিবো।






Shares