Main Menu

নবীনগরে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

+100%-

নবীনগর (ব্রা‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও’র) হস্থক্ষেপে এক মাদ্রাসা ছাত্রীকে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে।এ সময় অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেয়া হয়। গতকাল শুক্রবার উপজেলার বড়িকান্দি গ্রামে এ বিয়ের আয়োজন করা হয়।
জানা যায়, ওই গ্রামের মুর্শিদ মিয়ার মেয়ে এবং সলিমগঞ্জ মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রীর সাথে বাঞ্ছারামপুর উপজেলার থাল্লা গ্রামে মো: আল-আমিনের বিয়ের প্রস্তুতি চলছিল।
এ বিষয়ে ইউএনও সালেহীন তানভীর গাজী জানান, খবর পেয়ে গতকাল শুক্রবার সকালে মেয়ে,মেয়ের বাবা এবং ওয়ার্ডের মেম্বারকে ডেকে এনে বাল্য বিয়ে দিবে না মর্মে মুচলেকা রেখে বিয়ে বন্ধ করে দিয়েছি।






Shares