Main Menu

নবীনগরে আওয়ামীলীগের মিছিল ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

+100%-
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে আনন্দ মিছিল ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশের বাধা উপেক্ষা করে মাঝিকারা ব্রীজ থেকে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি উপজেলা পরিষদ গেইটে গিয়ে শেষ হয়। মিছিল শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এড. কাজী মোর্শেদ হোসেন কামাল, জেলা আওয়ামীলীগের শিক্ষা সম্পাদক ব্যারিস্টার জাকির আহাম্মদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত নেতৃবৃন্দরা ডাকবাংলো প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে মতবিনিময় করে আগামী ২১শে মে উপজেলা আওয়ামীলীগের সম্মেলন উপলক্ষ্যে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খানকে আহবায়ক করে ৩৩ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করেন। এ সময় সকল বক্তারা তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন করে আগামী সম্মেলনে তাদের ভোটের মাধ্যমে সভাপতি, সাধারন সম্পাদক নির্বাচন করার আহবান জানান।
উল্লেখ্য, নবীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ হালিমকে আহবায়ক করে গঠিত নয় সদস্যের প্রস্তুতি কমিটি গঠনের পর থেকেই দলের একাংশের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে প্রচন্ড ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। দীর্ঘ আট বছর পর আগামি ২১ মে নবীনগর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন হওয়ার কথা রয়েছে।

Shares