Main Menu

নবীনগরের শিবপুরে জে এসসি পরীক্ষা দিচ্ছে প্রতিবন্ধী সেলীনা আক্তার

+100%-

IMG_20151103_232658নবীনগরের খবর।। নবীনগর উপজেলার বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্রী শারীরিক প্রতিবন্ধী সেলীনা আক্তার (১৪)। দেহের অর্ধেক অংশ বিকল। দাড়াতে পারেনা, তারপরেও সে ইচ্ছাশক্তি দিয়ে এবার জুনিয়র স্কল সাটিফিকেট (জে এসসি ) পরীক্ষা দিচ্ছে । পড়াশোনাও করেছে অদম্য ইচ্ছাশক্তির বলে। শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তৃতীয় দিনে (মঙ্গলবার) ইংরেজি প্রথম পত্র পরীক্ষা দিতে এসেছে। সেলীনা আক্তার উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেমন্তগর গ্রামের হাজী ছাইদুল ইসলামের মেয়ে। তার মায়ের নাম রাজিয়া বেগম , তারা ৪ ভাই ৪ বোন, সেলীনা বাড়ির বড় মেয়ে, সে বাড়ি থেকে বিদ্যাকুট উচ্চ বিদ্যালয়ে প্রতিদিন রিকশায় আসাযাওয়া করে । প্রতিবন্ধী সেলীনার বয়স যখন সাত বছর তখন সে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয় । তার পর থেকেই তার কোমরের নিচের অংশ ও দুই পা ধীরে ধীরে অবশ হয়ে যায় । ছাইদুল ইসলাম সাধ্যমতো মেয়ের চিকিংসা করিয়েছেন। সেলীনা হাঁটতে পারে না । হামাগুরি দিয়ে চলাফেরা করে ।






Shares