Main Menu

নবীনগরের মেয়রকে প্রথমে সাময়িক বরখাস্ত পরে কারন দর্শানোর নোটিশ প্রেরণকে কেন্দ্র করে বিতর্কের ঝড়

+100%-

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার মেয়র মোহাম্মদ মাঈনুদ্দিন মাঈনুকে একই দিন প্রথমে সাময়িক বরখাস্ত এবং পরে কারণ দর্শানোর নোটিশ দেওয়াকে কেন্দ্র করে বর্তমানে নবীনগরে বিতর্কের ঝড় ওঠেছে।
এব্যপারে মেয়র মঈনুদ্দিন গতকাল বুধবার দুপুরে পৌর কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় ক্ষোভের সাথে জানান যে, গত ৫ অক্টোবর স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার ১২৯৪ নম্বর স্মারকের এক প্রজ্ঞাপনে উপ সচিব মো:আবদুর রউফ মিয়ার স্বাক্ষরে বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগে পৌর মেয়র মোহাম্মদ মাঈনুদ্দিনকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত জানায়। আবার একই দিন স্বানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেক পৌর-১ শাখার ১২৯৪ (ক) নম্বর স্মারকে আর্থিক অনিয়মের অভিযোগ প্রমানিত হওয়ায় কেন তাকে বরখাস্ত করা হবে না এই মর্মে আগামী সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করেন।
এ ব্যপারে মেয়র মোহাম্মদ মাঈনুদ্দিন বলেন,আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে একটি কুচক্রী মহল নবীনগরের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে।






Shares