Main Menu

নবীনগরের বাইশ মৌজা বাজারে যাওয়ার পথে প্রতিপক্ষেও হামলায় দু’জন আহত

+100%-

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাইশ মৌজা বাজারে যাওয়ার পথে পূর্ব থেকে উৎপেতে থাকা সন্ত্রাসীদের হামলায় আমতুলি পূর্বপাড়া সাব বাড়ি নামক স্থানে গতকাল মঙ্গলবার দুপুরে মারাত্বক আহত হয়েছেন উত্তর লক্ষীপুর হাজির হাটির গ্রামের শাহীন মিয়া(৩২)। অপরদিকে শাহীনের হামলার কথা শুনে বিকল্প পথে একই গ্রামের উত্তর লক্ষীপুর হাজির হাটির বাসিন্দা মো. কফিল উদ্দিন (৫৫) ওই দিনই বিকেলে বাইশ মৌজা থেকে ফেরার পথে থানারকান্দি পশ্চিম পাড়ায় আগে থেকে উৎপথে থাকা চেয়ারম্যান জিল্লুর রহমানের লোকজনের হামলায় মারাত্বক আহত হন। আহতরা ব্রাহ্মণবাড়িয়া সদর হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায় পূর্ব শত্রুতার জেড় ধরে কৃষ্ণনগনর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান ও কাউছার মোল্লার গ্রুপের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ দাঙ্গা-হাঙ্গামা চলমান। এরই রেশ ধরে মঙ্গলবার কাউছার মোল্লার গ্রুপের শাহিন মিয়া বাইশ মৌজা বাজারে যাওয়ার পথে জিল্লুর রহমান ও জহির রায়হানের লোকজন অতর্কিত হামলা চালায়। অন্যদিকে বাইশ মৌজা বাজার থেকে ফিরতি পথে হাজির হাটি গ্রামের মোসলেম মেম্বারের বাড়ির কফিল চেয়ারম্যানের উদ্দিন জিল্লুর রহমানের নিজ গ্রামের পশ্চিম পাড়ায় তাঁরই লোকজনের আঘাতে মারাত্বকভাবে আহত হন বলে আহতের পরিবার এ প্রতিবেদককে জানান।
বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে ।
চেয়ারম্যান জিল্লুর রহমান জনান, বর্তমানে আমি ঢাকায় আছি। দুজন লোক আহত হওয়ার কথা শুনেছি। আমি এ ঘটনার নিন্দা জানাই।






Shares