Main Menu

নবীনগরের প্রাথমিক বিদ্যালয় গুলিতে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম বিতরন

+100%-

মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার প্রাথমিক বিদ্যালয় গুলিতে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম বিতরন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্ম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।

উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মরিুজ্জামান মনির,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ হালিম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম, ওসি রণোজিত রায়, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক,মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান,আওয়ামীলীগ নেতা সুজিত কুমার দেব,জসিম উদ্দিন আহাম্মেদ,মো.নাছির উদ্দিন,গোলাম শাহরিয়ার বাদল,শিক্ষক সমিতির সভাপতি এটিএম রেজাউল করিম সবুজ,সাধারণ সম্পাদক মো. মনির হোসেন প্রমুখ। এসময় উপজেলার স্ব স্ব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম তুলে দেওয়া হয়।


Shares