Main Menu

অনুমতি ছাড়া নবীনগর সরকারি কলেজের গাছ কাটার অভিযোগ

+100%-

মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি:   অনুমতি ছাড়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কলেজের দুটি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়,শহিদ মিনারের সুন্দর্য্য বর্ধনের নামে গত ২৯ জানোয়ারী নবীনগর সরকারি কলেজে কলেজ চলাকালিন সময়ে ৩০ বছরের অধিক পুরাতন কাঠ বাদাম ও কদম ফুল গাছ কেটে ফেলেন। সে সময় স্থানীয় শিক্ষার্থীরা গাছ কাটার বিষয়ে অপত্তি জানালেও কলেজ কতৃপক্ষ তা আমলে নেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের শিক্ষার্থীরা জানান, কলেটিতে সাপ্তাহে মাত্র তিন দিন ক্লাস হয়। গাছ কাটার বিষয়ে প্রতিবাদ করলে হয়তো ক্লাসই হবে না। এমনিতেই আমাদের ফলাফল অনেক খারাপ হয়,এসব বলে ঝামেলা আর বাড়াতে চাই
না।
এ বিষয়ে নবীনগর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আলমগীর জানান, কলেজ এলাকায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার থাকায় গাছ কাটার বিষয়ে তিনি কিছুই জানেন না। সব নবীনগর পৌরসভা ও উপজেলা প্রশাসন জানেন। প্রয়োজনে সরাসরি কলেজে এসে দেখা করার কথা বলতে বলেন তিনি।


Shares