Main Menu

স্মার্টফোনের বিস্ফোরণে মারা যায়

+100%-

এই ছবিটি ভারতের মুম্বাইয়ের। মুম্বাইয়ের এক কিশোর তার স্মার্টফোনে চার্জরত অবস্থায় কথা বলতে গিয়ে ফোনের বিস্ফোরণে মারা যায়। জানা গেছে, তার ফোনের ব্যাটারি প্রায় এম্পটি ছিল। তখন সে ফোন চার্জে লাগায়। এমন সময় কল আসে। চার্জার লাগানো অবস্থায়ই সে কথা বলতে শুরু করে। হঠাৎ প্রচন্ড শব্দে বিস্ফারণ হয়। হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়।
তার হার্ট ও মস্তিষ্ক প্রায় পুরোটা পুড়ে যায়।

দয়া করে এম্পটি ব্যাটারির স্মার্টফোনে কথা বলবেন না। কারণ তখন ফোনের রেডিয়েশন ১,০০০ গুণ পর্যন্ত বেড়ে যায় যা আমাদের মস্তিষ্কে ভয়াবহ ক্ষতি করে। এমনকি ফোনের বিস্ফোরণে মৃত্যুও হতে পারে।






Shares