Main Menu

মালয়েশিয়া প্রবাসীরা ও তিন মিনিট স্তব্ধ।

+100%-

এম.আমজাদ চৌধুরী রুনু : গত  মঙ্গল বার শাহবাগ প্রজস্ম স্কয়ার এর ঘোষণা অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মঙ্গলবার বিকেল চারটা হতে চারটা তিন মিনিট স-ব্ধ থেকেছে পুরো বাংলাদেশ। এর সঙ্গে সংহতি প্রকাশ করে স্থানীয় সময় বেলা ছয়টায় থেকে ছয়টা তিন মিনিট বিভিন্ন প্রাঙ্গনে দাঁড়িয়ে থাকেন মালয়েশিয়া প্রবাসীরা ।শাহবাগ আন্দোলনের প্রথম থেকেই এতে সংহতি জানিয়ে আসছেন মালয়েশিয়া প্রবাসীরাও।উদ্যোক্তা সূত্র মোঃ মগবুল হোসেন মুকুর, অহিদুর রহমান অহিদ, আব্দুল করীম, কাইয়ুম সরকার, মোঃ রেজাউল করিম রেজা, রাসেদ বাদল, মোঃ শাহীন সর্দার, জহিরুল ইসলাম জহির, মনসুর আল বাসার সোহেল, শেখ শরীফ আহমেদ রাজা, মোঃ মাহবুবুর রহমান রুবেল, মোঃ জাকির হোসেন আমাদের প্রতিনিধি কে বলেন, “আমরা প্রবাসে থাকলেও আমাদের মন-প্রাণ সারাক্ষণ পড়ে থাকে শাহবাগ চত্বরে। তাদের যে কোনো কর্মসূচি আমরা এখান থেকে পালন করার চেষ্টা করবো। তাহারা আরও বলেন, “স’ানীয় আইনি জটিলতা থাকায় সবকিছু হয়তো আমরা বিশ্বের অন্যান্য দেশের মতো করতে পারবো না। তবে স্থানীয় আইন মেনে যতোটুকু সম্ভব করার চেষ্টা থাকবে আমাদের ।”শাহবাগ মঞ্চে যেতে না পারলেও দূর প্রবাস থেকে প্রতিদিনই মালয়েশিয়া প্রবাসীরা প্রতিবাদ সভা-সমাবেশ করছেন।





Shares