Main Menu

রোহিঙ্গা হত্যাকান্ড বন্ধের দাবিতে প্রতিবাদ সভা করেছে ওমান প্রবাসী বাংলাদেশীরা

+100%-

মিয়ানমারেরর পণ্য বর্জন ও অং সং সুচির নোবেল ফিরিয়ে নেওয়ার দাবিতে ওমান প্রবাসী বাংলাদেশী কমিউনিটি সিনাজ আল-বাতানা,ওমান শাখার উদ্যোগে আজ সন্ধায় সিনাজ আল-বাতানায় একটি কমিউনিটি সেন্টারে প্রতিবাদ সভার আয়োজন করা হয়

“বিশ্ব বিবেক জাগ্রত হোক, মানবতা মুক্তি পাক” এই স্লোগ্যানে ইতিহাসের জঘন্যতম পৈশবিক অমানবিক রোহিঙ্গা হত্যাকান্ড বন্ধের দাবিতে বাংলাদেশ আওয়ামীলীগ সিনাজ শাখার সভাপতি মইনুদ্দীন ছরোয়ার টিপুর সভাপতিত্বে ও আওলাদ হোসেন এর সঞ্চালানায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ভেলানগর প্রবাসী কল্যাণ সংগঠন(B.P.K.S) এর সাংগঠনিক সম্পাদক এস.আই অপু আহম্মেদ, সেচ্ছসেবক লীগ নেতা ও B.P.K.S এর সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সরকার নাঈম শরিফ,মনির,মিজান দুলাল মোঃ মহসিন, মোঃ আলাল সহ কমিনিটির নেতারা এসময় বঙ্গবন্দু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য প্রধান মন্ত্রীকে অভিনন্দন জানান বক্তরা ও বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশ কে মিয়ানমারেরর পণ্য বর্জনের আহ্ববান করেন এবং অং সং সুচির নোবেল ফিরিয়ে নেওয়ার জন্য নোবেল কমিটির কাছে দাবি জানান প্রতিবাদ সভা শেষে অসহায় রোহিঙ্গা ও হত্যাকান্ড শিকার রোহিঙ্গাদের আত্মার মাকফেরাতে দোয়া করা হয়






Shares