Main Menu

কাতারে বাংলাদেশি প্রতিষ্ঠান স্থাপনে দূতাবাসে বিজনেস কাউন্সিলের মতবিনিময়

+100%-
আমিনুল ইসলাম,কাতার প্রতিনিধিঃকাতারে বাংলাদেশী ব্যবসার প্রসার এবং প্রতিযোগিতা মূলক বাজারে বাংলাদেশী পন্য ও মালিকানা কোম্পানী গুলির মাধ্যমে শক্ত অবস্থান প্রতিষ্ঠার লক্ষ্যে বৃহস্পতিবার আল হেলাল এলাকায় কাতারস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল কাতার।

কাতার বাংলাদেশের সম্পর্ক আরো সুদৃঢ় করতে বিভিন্ন মতামত তুলেন ধরেন বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি এম সাইফুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন,সহ-সভাপতি আলমগীর হোসেন,আবুল কাশেম,সাধারণ সম্পাদক শেখ হুমায়ূন কবির,যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল কালাম,সাংগঠনিক সম্পাদক পাবেল চৌধুরি,অর্থ সম্পাদক মোহাম্মদ আজিজুল হক,আইটি বিশেষঙ্গ  মোঃমুরাদ হোসেন,কাউন্সিলর মোঃজাভেদ ইকবাল,নুর সালাম ফিলিপ্স,মোলাম মাওলা প্রমুখ।

এ সময় রাষ্ট্রদূত,বাংলাদেশে উৎপাদিত বিভিন্ন পন্য ও সোনালী আঁশের আমদানির প্রতি গুরুত্ব দেন।

কাতারে বাংলাদেশী মালিকানাধীন  ক্লিনিক স্থাপন,হাইপার মার্কেট প্রতিষ্ঠা, কাতার প্রবাসী শ্রমিকদের আর্থিক অনুদানসহ সার্বিক বিষয়ে আলোচনা করেন নেতৃবৃন্দরা।






Shares