Main Menu

ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি ইউকে (বিসিইউকে) এর নব গঠিত কমিটি গঠিত

+100%-

স্টাফ রিপোর্টার:: যুক্তরাজ্যে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রবাসীদের সংগঠন ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি ইউকে (বিসি ইউকে) এর নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১৪ই জুলাই রবিবার পূর্ব লন্ডনের হোয়াট চ্যাপেলে অবস্থিত এল,এস,সি,আই য়ের একটি অডিটরিয়ামে অত্যন্ত জাক জমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ২০১৯-২০২০ দুই বছর মেয়াদের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। বিপুল সংখ্যক প্রবাসি ব্রাহ্মণবাড়িয়াবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানস্থলে অন্যরকম সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরী হয়।

কমিটি গঠনকে কেন্দ্র করে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি খুররাম মতিন ও তার সহধর্মিনী নিরু মতিন। কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি স্বপন রায়। সাধারণ সম্পাদক শেখ আলম রতন ও সাংগঠনিক সম্পাদক শাহ্ মো: ইব্রাহিম মিয়ার পরিচালনায় অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা নসরুল্লাাহ খান জুনায়েদ।
তারপর ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলার প্রতিনিধিরা বক্তব্য রাখেন। এসসয় বক্তারা বলেন,এই প্রবাসে এরকম একটি সফল সংগঠন প্রতিষ্ঠিত হওয়ায় সুখে-দুখে সবাই একে অন্যের পাশে থাকতে পারবে এবং সফলভাবে আগামীর পথ চলতে তারা সর্বাত্মক সহযোগীতা করার অঙ্গীকার করেন।

১০১ সদস্য বিশিষ্ট নবঘোষিত কার্যকরী পরিষদের ১০জন সম্মানিত উপদেষ্টা নির্বাচিত হন। তারা হলেন- প্রধান উপদেষ্টা নসরুল্লাহ খান জুনায়েদ-কসবা, ড. হামিদুল হক-নবীনগর, খুরাম মতিন-সরাইল, সফিকুল আলম-বাঞ্ছারামপুর, শহিদুল ইসলাম লিটন-সরাইল, আবু নোমান- বাঞ্ছারামপুর, সৈয়দ হাসেনুল আবেদিন ( ব্যারিস্টার )-সদর, হাবিবুল মতিন খান-সদর, মঈনুদ্দিন মঈন-নবীনগর, শাহ তাইফুর রহমান ছোটন-আশুগঞ্জ প্রমুখ।

নবগঠিত কার্যকরী কমিটির সদস্যবৃন্দ সভাপতি স্বপন রায়-সদর, সাধারন সম্পাদক শেখ আলম রতন-সরাইল, সাংগঠনিক সম্পাদক শাহ মো: ইব্রাহিম মিয়া-সদর। সহ-সভাপতি ব্যারিষ্টার আলী মোহাম্মদ ওয়াজেদ ( ব্যারিস্টার )-নবীনগর, ইয়াছিন আহমেদ-আখাউড়া, অঞ্জনা আলম-বাঞ্ছারামপুর, কাজী উমর ফারুক শাহাজাদা-সদর, রায়হান আলম( ব্যারিস্টার )-সদর, নাহিদ শাহ বাবু- সদর, জাকির হোসাইন জাহাঙ্গীর-বাঞ্ছারামপুর, মো: মনিরুল হক-নবীনগর, শাহীন শাহ-সদর, ফুরকান চৌধুরী-সদর, কবির আহমেদ-কসবা, তাবির হাসান, আখাউড়া, এনামুল হক কামাল-নাছিরনগর, হুমায়ূন কবির-নবীনগর, যুগ্ন-সাধারন সম্পাদক- নুরুল আমিন সজল, উজ্জ্বল শাহ, ইফতেখারুল আহসান, মুর্শেদ রাজীব, শাহাজুল হক স্বপন, সহ-সাধারন সম্পাদক শাহীন চৌধুরী, হুমায়ূন কবির, মিজান খান, আল মামুন ভূইয়া, এম জেড হোসাইন চৌধুরী, জসিম আহমেদ, দেলওয়ার মিয়াজি তারেক, মাসুদুর রহমান, এম রফিক ইসলাম, সাংগঠনিক সম্পাদক জামিল ভূঁইয়া, জুনায়েদ ভূঁইয়া, শাহাদত মমিন, কাজী আতিকুর রহমান, মোশারফ হোসাইন, ইকরামুল ইসলাম, সারওয়ার হোসেন, শাহাদাৎ হোসাইন, কোষাধক্ষ একাউন্টটেন্ট মাসুম ভূইয়া, ইঞ্জিনিয়ার শাহরিয়ার আমিন, আলী হোসেন, দপ্তর সম্পাদক, রানা হামিদ মোকাদ্দেস, মো: কামরুল ইসলাম সাগর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনিরুজ্জামান সামি পাপ্পু, নাহিদুল আহসান, মাসুদুজ্জামান মাসুদ, মো: ফয়সাল কবির, ক্রীড়া সম্পাদক শাকিল ভূইয়া, নাজির আহমেদ, বাপ্পি বনিক,এম এ রাশেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মারুফ আলম, মাসুকুর রহমান, ইমিগ্রেশন বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসাইন, আইন বিষয়ক সম্পাদক হোসাইন আহম্মেদ জয়, আরমান ভুইয়া, যুব-বিষয়ক সম্পাদক মাহমুদুল হক রবিন, সৈয়দ রাকিবুল হাসান, মুখলেছুর রহমান শান্ত, ছাত্র বিষয়ক সম্পাদক তাসনিফ খান, মো: সামসুদোহা রাব্বি (সেম রাব্বি), আকরাম হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোশারফ হোসাইন, মাজেদুল হাবিব শাকিল, লুৎফর রহমান-সিমরাইল, বশির আহম্মেদ, মহিলা সম্পাদক ডা: রুকসানা ইসলাম, আকলিমা ইসলাম মুন্নি, মাহামুদা আকতার, আপ্যায়ন ও আমোদ প্রমোদ সম্পাদক আব্দুল কুদ্দুস, জাকির হোসেন, লুৎফর রহমান, নেসার খান, মো: মালিক (কামরুল), সাংস্কৃতি সম্পাদক ফারজানা করিম, শেখ জামিন রানা, রাসেল আহমেদ, হাবীবুর রহমান রনি, জুবায়ের আহমদ রানা।

কার্যকরী সদস্য : আলি আহসান কিশোর, নাজমুল হাসান, রবিউল ইসলাম রবিন, নাহিদ খন্দকার, ফাইজুর রহমান শরীফ, সাইফুল্লাহ খান, কিশোর রাসেল, জিয়াউল হক, আমিনুল ইসলাম দিনু, তারেক আজিজ, এম শওকত আজাদ, আব্দুল হালিম, আবু কাউছার, আলামগীর মিয়া, শাহাদাত হোসেন মনির, ফখরুল ইসলাম, ফরহাদ সরকার , আবদুল্লাহ খান, নুরুল আহসান নাহিদ, রেজাউল করীম, বাকিরুল ইসলাম, আতিকুর রহমান, মাসিউর রহমান, ফরহাদ হোসাইন, দাবির উদ্দিন আহমদ, অনিমেষ রয়, আমিনুল ইসলাম জুয়েল, এমডি সোহাগ, ফয়েজ আহমেদ, জাবেদ মিয়া প্রমুখ। পরিশেষে সভাপতির সমাপনি বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি হয়।






Shares