Main Menu

কাতারে সেরা গুণিজনের সম্মাননা পেলেন ব্রাহ্মণবাড়িয়ার হুমায়ূন কবির

+100%-

আমিনুল ইসলাম,কাতার প্রতিনিধিঃ রেমিটেন্স প্রবাহকে সচল রাখতে প্রতিনিয়ত সংগ্রাম চালিয়ে যাচ্ছে প্রবাসীরা বাংলাদেশীরা।নিজের শ্রম্ন মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে সাফল্যের অংশীদার হচ্ছে প্রবাসীরা।যার ফলে প্রবাসীদের উৎসাহিত করতে বিভিন্ন সামাজিক  অবধানের জন্য সেরা গুণিজনের সম্মাননা পেলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতল পাড় ইউনিয়নের রতনপুরের শেখ আইয়ুব আলী ছেলে কাতারস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সভাপতি শেখ হুমায়ূন কবির।তিনি পারিবারিক অভাব অনটন দূর করতে ১৯৯৯ সালে জীবিকার তাগিদে মরুর দেশ কাতারে পাড়ি জমান।

গত বৃহস্পতিবার (২৩ শে নভেম্বর)স্থানীয় একটি হোটেলে মৌলভীবাজার জেলা  সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত বিশেষ গুণিজনের সম্মাননা পান তিনি।

সংগঠনের সভাপতি মিছবা উদ্দীন চৌধুরি (চিনু’র) সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিলেটের সর্ববৃহৎ সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল সাত্তার।

আব্দুল সালাম ফুলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন,সাধারন সম্পাদক শফিউল আলম মানিক,আব্দুল খালেক,হাজী বাশার সরকার,লোকমান আহমেদ,সোলেমান গনি,মাজেদুল হকসহ অনেকেই।

এ সময় বক্তরা,বাংলাদেশ এয়ারপোর্টে প্রবাসী যাএী হয়রানি বন্ধের জন্য আহবান জানান।






Shares