Main Menu

চট্টগ্রামকে ২০ রানে হারিয়ে ব্রাহ্মণবাড়িয়া ফাইনালে

+100%-

বাংলাদেশ ক্রিকেট বোর্ড গেইম ডেভলপমেন্ট কমিটির আয়োজনে ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৪ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতা-২০১৭-১৮ এর প্রথম সেমিফাইনাল খেলা রবিবার চাঁদপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

খেলায় ব্রাহ্মণবাড়িয়া জেলা অনুর্ধ্ব-১৪ ক্রিকেট দল ২০ রানে চট্টগ্রাম জেলা অনুর্ধ্ব-১৪ ক্রিকেট দলকে পরাজিত করে ফাইনাল খেলার গৌরব অর্জন করে।

টসে ব্রাহ্মণবাড়িয়ার অধিনায়ক এস এম সাদ সুবর্ণ জয়লাভ করে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত গ্রহন করে।

৪৫.৫ ওভারে ১১৩ রানে অল আউট হয়।

উইকেট কিপার ব্যাটস্ম্যান বাপ্পী সর্বোচ্চ ৩০, ইপন ২৪ ও সৌরভ ১০ রান করে।

বিরতির পর ব্যাট করতে নেমে চট্টগ্রাম ৩৮.৩ ওভারে ৯৩ রানে অল আউট হয়।

মহিউদ্দিন, বিশাল, ও ইপন ৩টি করে উইকেট ও সুবর্ন ১টি উইকেট পায়।

আজ ২য় সেমিফাইনাল খেলায় চাঁদপুর বনাম লক্ষ্মীপুর এর বিজয়ী দলের সাথে আগামী ১০ জানুয়ারী ব্রাহ্মণবাড়িয়া ফাইনাল খেলায় অংশ গ্রহন করবে।

৯ সদস্যের ব্রাহ্মণবাড়িয়া জেলা অনুর্ধ্ব-১৪ ক্রিকেট দল সুবর্ণ (অধিনায়ক), বাপ্পী (সহ অধিনায়ক ও উইকেট কিপার), ইপন, আদি, মাহি, নিশাত, মহিউদ্দিন, আমির হামজা, মাহি বিল্লাল, পুন্য, দীন ইসলাম, বিশাল, তন্ময়, রিফাত, উদয় ও অন্তর। কোচ মোঃ রুহুল কুদ্দুছ (শামীম), বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ম্যানেজার নাজমুল হক সেলিম সদস্য জেলা ক্রীড়া সংস্থা ব্রাহ্মণবাড়িয়া।






Shares