Main Menu

ওয়েলিংটন টেষ্ট :মাথায় চোট পেয়ে হাসপাতালে মুশফিক

+100%-

নিউজিল্যান্ড সফরে ক্রিকেটারদের চোট-আঘাতে বিপর্যস্ত বাংলাদেশে! সোমবার সকালে বেসিন রিজার্ভে ফের দুর্ঘটনা৷ টিম সাউদির বাউন্সারে মাথায় গুরুতর চোট পেলেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম৷ মাঠেই প্রাথমিক চিকিৎসার পর অ্যাম্বুলেন্সে করে বেসিন রিজার্ভ থেকে মাত্র ৩০০ মিটার দূরে তাঁকে ওয়েলিংটন হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷

ঘটনাটি ঘটে এদিন নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৪৩ তম ওভারে৷ সাউদির বাউন্সার ছাড়তে গিয়ে বসে পড়েন মুশফিকুর৷ কিন্তু বল তাঁর বাঁ-দিকের কানের পাশে লাগে৷ সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন বাংলাদেশ ক্যাপ্টেন৷ ফিল হিউজের স্মৃতি উসকে দেয়৷ কালবিলম্ব না-করে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে হাসাপাতালে নিয়ে যাওয়া হয়৷ তাঁর সঙ্গে যান ওপেনার তামিম ইকবাল৷ তামিম বলেন, ‘ও আপাতত বিপদ মুক্ত৷ তবে সব রকম সতর্কতা নেওয়া হয়েছে৷ ঘাড়ের এক্স-রে ও স্ক্যান করা হয়েছে৷’

চলতি সফরে বাংলাদেশের খেলোয়াড়দের যেন চোটের মহড়া চলছে। এই সিরিজে এখনও পর্যন্ত বেশ কয়েকজন ক্রিকেটার চোটে-আঘাতে আক্রান্ত। রবিবারই স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়  ওপেনার ইমরুল কায়েসকে৷ উঁরুতে চোট পান তিনি। আর এদিন অ্যাম্বুলেন্সে করে মাঠ ছাড়তে হয় অধিনায়ক মুশফিকুরকে৷প্রথম ইনিংসে সেঞ্চুরিকারি মুশফিক ৫৩ বলে ১৩ রান করে মাঠ ছাড়েন৷ এর পর ১৬০ রানে গুটিয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস৷ফলে প্রথম টেস্ট জেতার জন্য নিউজিল্যান্ডের সামনে ২১৭ রানে টার্গেট দেয় বাংলাদেশ৷






Shares