Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় কুমিলা বোর্ডে ১৮তম

+100%-

প্রতিনিধি : জেএসসি পরীক্ষার ফলাফলে ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় জেলায় প্রথম এবং কুমিলা শিা বোর্ডে ১৮তম স্থান অধিকার করেছে। অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয় থেকে ২৯৩ জন শিার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে ২৯২ জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৩৯ জন। পাশের হার  শতকরা ৯৯.৬৬ ভাগ। দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা নাজনীন ফলাফল ঘোষনার পর উলাসে ফেটে পড়েন শিক-শিার্থীরা। জেলার অপর দুটি সরকারি স্কুলের মধ্যে সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে থেকে ২৮২ জন শিার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে  জিপিএ-৫ পেয়েছে ১১৩ জন। গভঃ মডেল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে থেকে ১৮০ জন শিার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে জিপিএ-৫- পেয়েছে ৮৮ জন। এছাড়া বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল এন্ড কলেজ থেকে ৯০ জন শিার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে  জিপিএ-৫- পেয়েছে ৪৪ জন, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ থেকে ২৫৮ জন শিার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে  জিপিএ-৫- পেয়েছে ৩১ জন, ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় থেকে ৩৩০ জন শিার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে জিপিএ-৫-পেয়েছে ১৯ জন, নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় থেকে ২৩৯ জন শিার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে জিপিএ-৫-পেয়েছে ০৬ জন, লায়ন ফিরোজুর রহমান রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ থেকে ১৩৬ জন শিার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে জিপিএ-৫-পেয়েছে ১০জন, চিনাইর আঞ্জুমানআরা উচ্চ বিদ্যালয় থেকে ১৮৮ জন শিার্থী পরীায় অংশ গ্রহণ করে  জিপিএ-৫-পেয়েছে ০৭ জন, জিলুর রহমান উচ্চ বিদ্যালয় থেকে ১৮৫ জন শিার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে  জিপিএ-৫- পেয়েছে ০৩ জন, আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৬১ জন শিার্থী পরীায় অংশ গ্রহণ করে জিপিএ-৫-পেয়েছে ০৩ জন।






Shares