Main Menu

নিজের জীবনের গল্প বলে পড়ুয়াদের মন জয় করলেন শাহরুখ

+100%-

DAIS-GC2016-Shah-Rukh-Kha-580x395নয়াদিল্লি: ‘চক্ দে ইন্ডিয়া’র সত্তর মিনিটের দৃশ্যটি মনে আছে নিশ্চয়ই! কীভাবে কোচের কথায় উদ্বুদ্ধ হয়ে হারের মুখ থেকে জিতে ফিরে এসেছিল ভারতীয় মহিলা হকি দল। এবার ধীরুভাই অম্বানি ইন্টারন্যাশানাল স্কুলে সেই কোচ শাহরুখ খানের বক্তৃতায় অনুপ্রাণিত কয়েকশো পড়ুয়া।

২০১৬ শিক্ষাবর্ষের স্নাতক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন শাহরুখ। তাঁর স্বভাবসিদ্ধ কৌতুক মেশানো বক্তৃতায় গোটা হল তখন মুগ্ধ। কখনও নিজের জীবনের কথা, যেমন তাঁর বাবার কথা, তিনি শাহরুখকে কী উপহার দিতেন, আবার কখনও নিজেকে নিয়ে মজা করা, যেমন ‘দিলওয়ালে’-র পর কীভাবে ‘ফ্যান’ করলেন, কখনও বা তাঁর ভাষায় ‘রাবিশ’ কবিতা, যা তিনি লিখেছিলেন-এইসব ছোট ছোট টুকরো জীবনস্মৃতি ওই অনুষ্ঠানে তুলে ধরেন তিনি। পড়ুয়াদের তিনি বলেন, নিজেকে সবসময় মুক্ত, স্বাধীন ভাবতে শেখ।

এই বক্তৃতার কথা টুইট করেও জানিয়েছেন এসআরকে।


Shares