Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ : কমপক্ষে ২০ জন আহত

+100%-
শামিম উন বাছির:: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করার প্রতিবাদ ও ৫ জানুয়ারি সমাবেশ সফল করার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।মিছিলটি কালিবাড়ী মোড়ের নিকটে পৌছলে পুলিশ তাদের বাধা দেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে টিএ রোডে গেলে পুলিশ বাধা দেয়। এসময় উভয়ের মাঝে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষ চলাকালে টিএ রোড রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে পড়লে পুলিশ প্রথমে লাঠিচাজ এবং পরে টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়। এ সময় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে মৌড়াইল রেল গেইটে আগুন ও  সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখে। এছাড়া সংঘর্ষ চলাকালে ছাত্রদলের নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে অর্ধশত হাতবোমার বিস্ফোরণ ঘটায়।

অসমথিত সূত্রে জানা গেছে,  গুরুতর আহত অবস্হায় জেলা ছাত্রদলের সহ সভাপতি আজহার হোসেন চৌধুরী (দিদার) সহ তিনজনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

জেলা বিএনপির সাধারন সম্পাদক জহিরুল হক জানান, পুলিশ আমাদের শান্তিপূণ অবস্হানে অতকিতে হামলা করে। এ সময় তারা গুলি বর্ষণও করে। এতে আমাদের অনেক নেতা-কর্মী আহত হয়েছে। আমরা পুলিশের এই ফ্যাসিবাদী আচরনের তীব্র নিন্দা জানাচ্ছি।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, ছাত্রদলের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে প্রথমে বাকবিতন্ডা হয়। পরে একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এ ঘটনায় পুলিশ ২০ জনকে আটক করেছে বলেও জানান তিনি।


এদিকে এ ঘটনার জের ধরে এলাকায় আতন্ক বিরাজ করছে। পুরো টি.এ রোডে দোকান পাট ও যানবাহন চলাচল বন্ধ রয়েছে।





Shares