Main Menu

শিক্ষিত জাতি গঠনের লক্ষে সকলকে এক যোগে কাজ করতে হবে::মেয়র মোঃ হেলাল উদ্দিন

+100%-

ব্রাহ্মণবাড়িয়া স্কলারস রেসিডেন্সিয়াল স্কুলের-২০১৫ শিক্ষা বর্ষের বিভিন্ন শ্রেনীর ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ উৎসব ও ২০১৪ সালের পিএসসি-জেএসসি পরিক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা প্রদান উপলক্ষে এক সভা গতকাল সকালে শহরের পাওয়ার হাউজ রোডে অবস্থিত স্কলারস রেসিডেন্সিয়াল স্কুল ক্যম্পাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন। বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি বিশিষ্ট রাজনীতিবীদ সিরাজুল ইসলাম সিরাজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১০ ওয়ার্ড কাউন্সিলর মোঃ কাউছার মিয়া, প্রথম শ্রেনীর ঠিকাদার আবু জাহের মৃধা, স্কলারস স্কুলের পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মোক্তার হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সিটি মডেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ মোস্তফা কামাল, স্কলারস স্কুলের প্রধান শিক্ষক ললিত মোহন নাগ প্রমুখ। সভা পরিচালনা করেন আহসান আহমেদ রানা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র বলেন, বছরের প্রথম দিনে নতুন ক্লাসে নতুন বই পাওয়া একজন শিক্ষার্থীর জন্য অত্যন্ত আনন্দের একটি বিষয়। কিন্তু এক সময় নতুন ক্লাসে উঠার দুই তিন মাস পরেও শির্ক্ষাথীরা সব নতুর বই পেতনা। কিন্তু নানান সিমাবদ্ধতা ও প্রতিকুলতা সত্বেও বর্তমান সরকার বছরের প্রথম দিনকে বই উৎসব ঘোষনা দিয়ে সারা বাংলাদেশের চার কোটি শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরন করছে। এটি একটি যুগান্তকারি পদক্ষেপ। তিনি বলেন, আমরা চাই আমদের শিশুদের স্কুল জীবন হোক আনন্দম, সুখময়। আর এ লক্ষেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। সরকার দেশে ১৫ শত নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মান করেছে। তাছাড়া অবৈতনিক শিক্ষা ব্যবস্থা, শিক্ষা বৃত্তি, যুগপোযোগী শিক্ষানীতি প্রনয়ন, শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন ও ডিজিটাল প্রদ্ধতি চালু, নারী শিক্ষা বিস্তারে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করে বর্তমান সরকার শিক্ষিত জাতি ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষে কাজ করে যাচ্ছে। মেয়র এ কাজে দেশের প্রতিটি জনগনকেই সহযোগিতার আহবান জানান। পরে অতিথিবৃন্দ প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেনীর ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বছরের নতুন বই বিতরণ করেন। অনুষ্ঠানে এ সময় ২০১৪ সালে অনুষ্ঠিত পিএসসি ও জেএসসি পরিক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থদের মাঝে সংবর্ধনা প্রদান  করা হয়। উল্লেখ্য প্রতিষ্ঠার পর বিগত ৩ বছর ধরে ব্রাহ্মণবাড়িয়া স্কলারস  রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষার্থীরা পিএসসি ও জেএসসি পরিক্ষায় জিপিএ-৫ পাওয়া সহ শতভাগপাস করে এলাকাবাসীর সুনাম অর্জন করেছে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অনান্য পরিচালকবৃন্দ, অভিভাবকবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ সহ ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি






Shares