Main Menu

সরাইলে দুই অপহরনকারী আটক

+100%-

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃসরাইলে দুই অপহরনকারীকে আটকের পর গনপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা। গত বুধবার রাতে উপজেলার চুন্টা এলাকায় এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন জানায়, বুধবার রাত সাড়ে সাতটার দিকে চুন্টা ইউনিয়নের বড়বুল্লা গ্রামে সন্দেহজনক ভাবে ঘুরাফেরা করতে থাকে চার ব্যক্তি। এক সময় তারা মজনু মিয়ার শিশু কন্যা বৃষ্টি (০২) ও মাহতাব মিয়ার কন্যা লিলা (০৭) কে ফুসলিয়ে সাথে নিয়ে চুন্টার উদ্যেশ্যে রওয়ানা দেয়। কিছুদূর আসার পর লিলার মামা আবদুল আহাদ দেখে ফেলে। সে গ্রামের কয়েকজন লোক নিয়ে তাদেরকে পেছন থেকে ডাকতে থাকে। ডাকে কর্ণপাত না করে তারা আরো দ্রুত গতিতে সামনে যেতে থাকে। তখন লোকজন অপহরনকারী বলে চিৎকার করতে থাকে। তাদের চিৎকার শুনে চুন্টা এলাকার লোকজন উল্টোদিক থেকে অপহরনকারীদের ধাওয়া করে দুই বাচ্চা সহ আটক করে গনপিটুনি দেয়। পুলিশ অপহরনকারীদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন। গনপিটুনিতে গুরুতর আহত দুই অপহরনকারী রসুলপুর গ্রামের নুরু মিয়ার ছেলে তাজুল ইসলাম (৩০) ও পাকশিমুল ইউনিয়নের ভূইশ্বর গ্রামের মোঃ জামাল উদ্দিনের ছেলে দুলাল মিয়া (২২) কে রাত সাড়ে আটটায় পুলিশ সরাইল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক রাতেই তাদেরকে জেলা সদর হাসপাতালে প্রেরন করেন। আবদুল আহাদ বলেন, আমার ভাগ্নি লিলাকে নিয়ে যাওয়ার সময় সে চিৎকার করে। আমি পেছন থেকে ডাক দিলে তারা দৌড়াতে থাকে। আমিও চিৎকার দিয়ে পেছন থেকে দৌড় দেয়। চুন্টার লোকজন এসে তাদেরকে ধরে ফেলে।  সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী আরশাদ বলেন, ঘটনাটি মিথ্যা। ওরা দুজন নির্দোশ। কাকে অপহরন করল, কোথায় করল কিছুই খুজে পাচ্ছি না।






Shares