Main Menu

সরাইল আওয়ামীলীগের আহবায়ক কমিটি গঠনের প্রতিবাদে মানববন্ধন

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল থেকে::ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি গঠনের প্রতিবাদে মানববন্ধন করেছে দলটির একাংশের নেতা কর্মীরা। গতকাল রোববার সকালে সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল হালিমের নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কের বারিউড়া নামক স্থানে এ মানববন্ধন হয়েছে। তবে যে কোন ধরনের বিশৃঙ্খলা এড়ানোর জন্য সকাল থেকে সেখানে পর্যাপ্ত পরিমান পুলিশ মোতায়েন ছিল। কর্মসূচি পালনকালে পুলিশের সাথে তাদের ধাক্কাধাক্কি হয়েছে। পুলিশ ও দলীয় সূত্র জানায়, দীর্ঘ ১৩ বছর পর অতিসম্প্রতি সরাইল উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি ঘোষনা করেছে জেলা কমিটি। এ কমিটিতে স্থান পাননি বর্ষীয়ান নেতা আবদুল হালিম সহ অনেকেই। তাই কমিটি ঘোষনার পর থেকেই দলটির একাংশের নেতা কর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। মিটিং করে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচির মাধ্যমে জেলা কমিটির বিরদ্ধে প্রতিবাদ করার সিদ্বান্ত নেন পদ বঞ্চিতরা। ওদিকে পূর্ব ঘোষিত এ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ প্রশাসন ছিল অত্যন্ত সতর্ক অবস্থানে। থানা পুলিশের পাশাপাশি সকাল থেকেই মহাসড়কে অবস্থান নেয় আর্মড পুলিশ সহ এক প্লাটুন দাঙ্গা পুলিশ। মহাসড়ক বন্ধ বা মিছিল শ্লোগানে ছিল পুলিশের নিষেধাজ্ঞা। সকাল ১১টায় আবদুল হালিমের নেতৃত্বে লোকজন মানববন্ধন পালনের উদ্যেশ্যে মহাসড়কের দক্ষিণ পাশে দাড়িয়ে শ্লোগান দিতে থাকলে পুলিশ বাঁধা দেয়। এ সময় পুলিশের সাথে তাদের ধাক্কাধাক্কি হয়। পরে সংক্ষিপ্ত এক পথ সভায় বক্তব্য রাখেন আ’লীগ নেতা আবদুল হালিম, এ আই মনোয়ার উদ্দিন মদন ও যুবলীগের আহবায়ক মাহফুজ আলী। বক্তারা বলেন, জেলা আ’লীগ সম্পূর্ণ অনিয়মতান্ত্রিক ভাবে এ আহবায়ক কমিটি গঠন করে সরাইলে আ’লীগের রাজনীতিকে কবর দেওয়ার ষড়যন্ত্রে নেমেছে। তাদের এ সিদ্বান্ত আমরা মানি না। শেখ হাসিনার নির্দেশ না পাওয়া পর্যন্ত পূর্বের কমিটিই বহাল থাকবে। তারা মনগড়া আহবায়ক কমিটি গঠনের জন্য সদর আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে দায়ী করে তার বিরুদ্ধে অশ্লিল ভাষায় শ্লোগান দেন।






Shares