Main Menu

নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের লম্পট শিক্ষক শামীম গ্রেফতার। গাঁজা, ইয়াবা ও এসকফসহ গ্রেফতার ০৪।

+100%-

গত ০৪/১১/২০১৪ইং তারিখে সন্ধ্যা অনুমান ০৬.০০ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজের ছাত্রী অপহরনের ঘটনায় বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার মামলা নং-২৯, তারিখ-০৯/১১/১৪ইং, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) এর ৭/৩০ রুজু করা করার পর ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার সহকারী পুলিশ সুপার জনাব তাপস রঞ্জন ঘোষ এবং অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস এর দিক-নির্দেশনায় টিএসআই/মোঃ মাসুদ রানা সঙ্গীয় ফোর্সসহ ব্যাপক অভিযান পরিচালনা করে গতকাল ঢাকার উত্তর মান্ডা এলাকা হতে ভোর ০৫.০৫ ঘটিকার সময় ভিকটিমসহ লম্পট শিক্ষক মোঃ শামীম আনোয়ার (৩০), পিতা-কোরবান আলী, সাং-মগজী, থানা-বড়–য়া, জেলা-কুমিল্লা বর্তমানে নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের এর সহকারী শিক্ষক, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য যে, উক্ত লম্পট শিক্ষক স্কুলে পড়–য়া কোমলমতি ছাত্রীদেরকে প্রাইভেট পড়ানোর নাম করে যৌন হয়রানীসহ একাধিক কু-কর্মের ঘটনা ঘটিয়েছে মর্মে জানা যায়। মামলা তদন্ত অব্যাহত আছে।

এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার সহকারী পুলিশ সুপার জনাব তাপস রঞ্জন ঘোষ এবং অফিসার ইনচার্জ এর নির্দেশনায় এসআই/দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। জোসনা বেগম (৪০), স্বামী-জয়নাল মিয়া, সাং-মধ্যপাড়া, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে ০১ (এক) কেজি গাঁজাসহ অত্র থানাধীন উত্তর পৈরতলা নুরুল ইসলাম এর চা দোকানের পিছনে দক্ষিণ কর্ণার হতে ও এএসআই/বশির আহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ মাদক ব্যবসায়ী ২। মোঃ সালমান হোসেন ভুইয়া প্রঃ ইয়াবা সালমান (২২), পিতা-ইকবাল হোসেন ভুইয়া, সাং-কান্দিপাড়া, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে ৫০ (পঞ্চাশ) পিছ ইয়াবাসহ অত্র থানাধীন কাউতলী ডাকবাংলোর প্রবেশ মুখের সামনে হতে, মাদক ব্যবসায়ী ৩। স্বপ্না (২২), পিতা-হারুন মিয়া, সাং-নলগড়িয়া, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে ২৫ (পচিশ) বোতল এসকফসহ অত্র থানাধীন পৌরসভাস্থ কালীবাড়ি টিএরোড সনি-র‌্যাংগস শো-রুমের সামনে হতে গ্রেফতার করা হয়েছে এবং টিএসআই/মোঃ মাসুদ রানা সঙ্গীয় ফোর্সসহ মাদক ব্যবসায়ী ৪। মোঃ জুনায়েদ হোসেন (২৬), পিতা-আবিদ মিয়া প্রঃ অবিদ মিয়া, সাং-কাজীপাড়া আতকাপীর মাজার সংলগ্ন, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে ১৩ (তের) পিছ ইয়াবাসহ অত্র থানাধীন কাজীপাড়াস্থ আসামীর নিজ বাড়ি হইতে গ্রেফতার করা হয়েছে। উক্ত বিষয় সংক্রান্তে তাদের প্রত্যেকের বিরুদ্ধে অত্র ব্রাহ্মণবাড়িয়া মডেল থানায় ০৪ টি মাদক মামলা রুজু করে আসামীগনকে বিচারের নিমিত্তে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তদপুরী অত্র থানা এলাকার আইন-শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রনে পুলিশী অভিযান অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি






Shares