Main Menu

সরাইলে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

+100%-


ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দিবাগত গভীর রাতে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, রোববার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই সড়কের বড্ডাপাড়া নামক এলাকায় এস আই আবদুল আলীম, এস আই বোরহান ও এস আই জাহাঙ্গীরের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এ সময় সংঘবদ্ধ একদল ডাকাত সড়কে যাত্রীবাহী গাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ তিন ডাকাতকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হলেও নয় ডাকাত পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো- সরাইল সদর ইউনিয়নের বড় গুনারা গ্রামের রহমত আলীর ছেলে নাছির মিয়া প্রকাশ নাছু (২২), আলী জানের ছেলে মোঃ কিরন মিয়া (৩০) ও কালিকচ্ছ নন্দীপাড়ার ফরিদ মিয়ার ছেলে মোঃ মাসুক মিয়া (২৪)। তাদের কাছ থেকে পুলিশ ডাকাতির কাজে ব্যবহৃত একটি রামদা ও দুইটি ছুড়া উদ্ধার করেছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরশাদ বলেন, সম্প্রতি জেল থেকে কিছু ডাকাত জামিনে এসেছে। তারাই আবার সংঘটিত হয়ে বিভিন্ন জায়গায় ডাকাতি ও ছিনতাইয়ের চেষ্টা করছে।






Shares