Main Menu

জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – শমসের মবিন চৌধুরী

+100%-


কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী (বীর বিক্রম) বলেছেন, জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে । অবাধ সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে জনগনের সরকার প্রতিষ্ঠিত হবে। সেই লক্ষেই বিএনপির আন্দোলন চলছে। গণতান্ত্রিক আন্দোলন দিনক্ষণ ঠিক করে হয় না। বাংলাদেশের মানুষের দাবি এখন অবাধ ও সুষ্ঠু নির্বাচন যোগ করেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে রবিবার সন্ধ্যায় স্থানীয় কমিউনিটি সেন্টারে সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা বিএনপির আহবায়ক হাফিজুর রহমার মোল্লা কচির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রবাসী কল্যান সম্পাদক সৈয়দ একে একরামুজ্জামান,সাবেক ভুমি প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভুইয়া,ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল,জেলা কমিটির সদস্য সচিব জহিরুল হক খোকন প্রমুখ। সভায় জেলার বিভিন্ন উপজেলার সাংগঠনিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  


Shares