Main Menu

সড়ক অবরোধ, মানববন্ধন,সমাবেশের মধ্যদিয়ে ফারুকীকে হত্যার প্রতিবাদ, উত্তাল ব্রাহ্মণবাড়িয়া

+100%-


জেলা সদর ঃ চ্যানেল আই’র উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের জেলা সভাপতি আলহাজ্ব জিয়াউল হক আল কাদরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক অ্যাডভোকেট ইসলাম উদ্দিন দুলাল, আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা অধ্যক্ষ নুরুল ইসলাম খান, পীর সৈয়দ জাফরুল কুদ্দুস গালেব। বিকালে প্রেসক্লাবের সামনে সুন্নী আন্দোলনের উদ্যোগে আরেকটি সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সুন্নী আন্দোলনের কেন্দ্রীয় নেতা অধ্যাপক নুরে আলম সাঈদ সেলিম, জেলা সভাপতি নজরুল ইসলাম এবং সাধারন সম্পাদক জাকির হোসেন ভূঞা।

 

 

এদিকে আশুগঞ্জে, মাওলানা নুরল ইসলাম ফারুকিকে হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আজ বৃহস্পতিবার দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে ঢাকা-সিলেট মহা সড়ক একঘন্টা অবরোধ করে বিক্ষোভ মিছিল  ও  সমাবেশ করে এবং টায়ারে আগুন লাগিয়ে বিক্ষোভ করে। বিক্ষোভ মিছিলটি প্রথমে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্তরের সামনে এসে প্রতিবাদ সমাবেশ করে।

 

এতে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা কাজী মহি উদ্দিন মোল্লা। বক্তব্য রাখেন মাওলানা মাজহারুল ইসলাম,মাওলানা আত্তাহেরী,মাওলান হেলাল উদ্দিন,নুরুল ইসলাম আলকাদরী,মাওলানা স্ইাদুর রহমান প্রমূখ। বক্তারা আগামি ২৪ ঘন্টার মধ্যে খুনিদের গ্রেফতারের দাবি জানান।

 

 

এ দিকে সরাইলে, মাওলানা ফারুকী হত্যাকান্ডের প্রতিবাদে ব্রাহ্মণবড়িয়া সরাইলে ঢাকাÑসিলেট মহাসড়ক  অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করে আহলে সুন্নাত ওয়াল আহলে সুন্নাত ওয়াল জামায়াত । দুপুর ১ টায় সরাইল উপজেলা নেতাকর্মীরা বাড়িউড়্া এলাকায় এ অবরোধ করে। এ সময় নেতাকর্মীরা দ্রুত হত্যাকারীদের গ্রেফতারের দাবী জানান। অবরোধের কারণে ওই মহাসড়কে এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

 

এদিকে জেলার নবীনগরে, মাওলানা নুরুল ইসলাম ফারুকিকে হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ বৃহস্পতিবার উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে বিক্ষোভ মিছিল  ও  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নবীনগর থানার সামনে এসে প্রতিবাদ সমাবেশ করে। এতে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা এনামুল হক কুতুবি আরও বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন বাবু, মাওলানা মেজবাহ উদ্দিন, মাওলানা নজরুল ইসলাম প্রমূখ। বক্তারা আগামি ২৪ ঘন্টার মধ্যে খুনিদের গ্রেফতারের দাবি জানান।

আখাউড়ায় ঃ আখাউড়া নূরুল ইসলাম ফারুকীর খুনের বিচার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আজ বৃহস্পতিবার বিকালে ছুন্নী আন্দোলন বাংলাদেশ মানববন্ধন ও প্রতিবাদসভা করে। বিকাল ৪ টার দিকে ছুন্নী আন্দোলনের নেতাকর্মীরা আখাউড়া পৌরশহরের রেলস্টেশন এলাকায় সমবেত হয়ে মানববন্ধন করে। পরে, সেখানে অবস্থান নিয়ে প্রতিবাদসভা করে। প্রতিতবাদ সভায় বক্তব্য রাখেন, মাওলানা কাজী কেফায়েত উল্লাহ, মাওলানা মোহাম্মদ হানিফ, মাওলানা হোসেন আহমেদ, মাওলানা হারুনুর রশিদ, মাওলানা আশরাফুল আলম টিটো, মাওলানা গোলাম সামদানি প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তরা নূরুল ইসলাম ফারুকী হত্যাকান্ডের মুখোশধারী আসামীদের অভিলম্বে গ্রেপ্তার ও বিচার দাবি করে।

 

কসবায় ঃ শহীদ মাওলানা কাজী শাইখ মো. নুরুল ইসলাম ফারুকী (র:)এর খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বৃহস্পতিবার বেলা সাড়ে দশটায় উপজেলা আহলুস সুন্নাত ওয়াল জাামায়াতের উদ্যোগে কুমিল্লা – ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের খাড়েরা বাসস্ট্যান্ডে এক বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের উপজেলা সভাপতি পুরকুইল দরবার শরীফের পীর মাওলানা ছদরুদ্দীন আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন; আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সাবেক প্রিন্সিপাল মুফতী আল্লামা হযরত মাওলানা মো. ফজলুল হক পীর সাহেব, অধ্যক্ষ মাওলানা মো. হাবিবুর রহমান সাদেকী, অধ্যক্ষ নূরুল ইসলাম খান শাহীন, মাওলানা হোসাইন আহমাদ, মাওলানা আবুল খায়ের, মাওলানা জহিরুল ইসলাম, ছাত্র সেনা কসবা উপজেলা সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ। প্রতিবাদ সভায় এলাকার ধর্মপ্রাণ জনতার স্বত:স্ফুর্ত উপস্থিতিতে মহাসড়কে ঘন্টা খানেক অবরোদ্ধ থাকায় বাস ও অন্যান্য যান বাহন চলাচল বন্ধ ছিল। সুন্নীয়তের বলিষ্ঠ কন্ঠস্বর আল্লামা ফারুকীকে খুনের মাধ্যমে এ দেশ থেকে পীর আউলিয়াদের নিশানা মুছে দিতে চায় বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। তাঁরা অবিলম্বে প্রকৃত দোষীদের ফাঁসির কাস্টে ঝুলিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।


Shares