Main Menu

বিদ্যুতের দাবীতে সড়ক অবরোধ

+100%-


বিদ্যুতের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ লোকজন। মঙ্গলবার সকালে শহরের প্রধান সড়ক টি.এ. রোডে ব্যবসায়ীসহ স্থানীয় জনতা এই অবরোধ কর্মসূচি পালন করে। এতে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাসে প্রায় এক ঘন্টা পর অবরোধ তুলে নেয় স্থানীয় জনতা।
জানা যায়, ট্রান্সফরমার বিকল হয়ে গত চারদিন ধরে শহরের অন্যতম ব্যস্ত এলাকা টি.এ. রোড বিদ্যুৎবিহীন হয়ে আছে। বিদ্যুৎ না থাকায় ওই এলাকার হাজারো গ্রাহক মানবেতর জীবন যাপন করছে। এরই প্রতিবাদের এলাকাবাসী ও ব্যবসায়ীরা সকাল ১০টার দিকে শহরের প্রধান সড়ক টি.এ. রোডের ফকিরাপুল এলাকায় সড়ক অবরোধ করে। এতে যান চলাচল বন্ধ হয়ে গোটা শহরজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় ঘন্টাব্যাপী সড়ক অবরোধের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লোকজনের আশ্বাসের পর সড়ক অবরোধ তুলে নেয় বিক্ষুদ্ধ জনতা। উল্লেখ্য, সম্প্রতি এই ট্রান্সফরমারটি বিকল হলে গ্রাহকদের প্রদত্ত মোটা অঙ্কের টাকার বিনিময়ে মেরামত করে লাগানোর পর ফের বিকল হয়ে পড়ে।






Shares