Main Menu

নাসিরনগরে পুলিশের খোয়া যাওয়া পিস্তল ৮ মাস পর উদ্ধার ॥ গ্রেফতার-২

+100%-


আব্দুল হান্নান : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুলিশের খোয়া যাওয়া পিস্তল গুলিসহ দীর্ঘদিন পর উদ্ধার করেছে পুলিশ। এসময় দুই ডাকাতকে গ্রেফতার করা হয়। দীর্ঘ ৮ মাস পর এই পিস্তলটি উদ্ধার করা হলো। শুক্রবার দুপুরে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের ভুলাউক গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত ডাকাতরা হলো নাসিরনগর সদরের মরম আলীর ছেলে কুখ্যাত ডাকাত তবারক (২৮) ও তার সহযোগী হবিগঞ্জ জেলার লাখাই এলাকার আনজব আলীর ছেলে মুজিবুর(২৫)।

নাসিরনগর থানার ওসি তদন্ত মো.ইয়াছিন জানান, ২০১৩ সালের ৬ ডিসেম্বর নাসিরনগর থানার এসআই রফিকুল ইসলাম ডিউটি শেষে বাসায় ফিরে রাতে ঘুমিয়ে পড়লে একদল দুর্বৃত্ত তার ঘরে ঢুকে ড্রয়ারে থাকা চায়নার তৈরী ৭.৬২ মি.মি.পিস্তলটি নিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শুক্রবার দুপুর দেড়টায় ভুলাউক গ্রামে অভিযান চালায় পুলিশ। আমাদের কাছে খবর ছিলো একটি পিস্তল বেচা-কেনা হবে। এসময় তবারক ও মুজিবুরকে পিস্তলটি ৫ রাউন্ড গুলিসহ আটক করা হয়।






Shares