Main Menu

কসবায় ভ্রাম্যমান আদালত :৬ মাদকসেবীর ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড

+100%-

খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা  প্রতিনিধি ::ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি রোকন উদ্দিন শা ফকির বাড়িতে মাদক সেবন করার অপরাধে ৬ জনকে আটক করেছেন ভ্রাম্যমান আদালত। গত ৭ জুলাই সোমবার সন্ধ্যায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও সহকারি নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহের আহম্মদ এর নেতৃত্বে মাদক প্রতিরোধ এই অভিয়ান পরিচালিত হয়।
জানা যায়, গত সোমবার সন্ধ্যায় উপজেলার কুটি রোকন উদ্দিন শা ফকির বাড়িতে মাদক সেবনের অপরাধে আটক করা হয়। এসময় তারা মাদক সেবনের কথা স্বীকার করায় প্রতিজনকে ১ মাস করে ৬ জনকে ৬ মাসের বিনাশ্রম কারান্ড প্রদান করেন। এসময় কসবা থানার সহ উপ-পরিদর্শক (এএসআই) ফারুক হোসেন উপস্থিত ছিলেন। গত(৮ জুলাই)মঙ্গলবার সকালে  কসবা থানা পুলিশ আদালতে প্রেরণ করিলে জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে ৬ আটক ব্যক্তিদেরকে জেলা কারাগারে প্রেরণ করেন।


Shares