Main Menu

কসবা লক্ষীপুরে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ উদ্বোধন

+100%-

কসবা প্রতিনিধি ::ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা বিনাউটি ইউপির সীমান্ত এলাকার লক্ষীপুর গ্রামে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ উদ্বোধন কালে গত (২জুলাই) বুধবার বিকালে প্রধান অতিথির বক্তৃতায় কসবা উপজেলা চেয়ারম্যান এড.আনিসুল হক ভুইয়া বর্তমান সরকারের আমলেই ঘরে ঘরে বিদ্যুতের  আলো জ্বলে উঠেছে একথা বলেন। পর্যায়ক্রমে প্রতিটি গ্রামেই নতুন বিদ্যুৎ সংযোগের মাধ্যমে  পল্লী বিদ্যুৎ আলোর সেবা পাবে বলে  তিনি আশা প্রকাশ করেন। মোঃ ফরিদ মিয়া মেম্বারের সভাপতিত্বে  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি কসবা জোনাল অফিসের ডিজিএম মোঃ মকুবল হোসেন,ব্রাহ্মণবাড়িয়া জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যক্ষ আকরাম খান। এই সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা আওয়ামীলীগের সদস্য সফিকুল ইসলাম ভুইয়া  রগু,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এম জি হাক্কানী,সাবেক সাধারণ সম্পাদক আবু জাহের, কসবা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মনির হোসেন,আবুল কাশে ভুইয়া সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। পল্লী বিদ্যুৎ সমিতি কসবা জোনাল অফিসের ডিজিএম মোঃ মকুবল হোসেন কসবা উপজেলা প্রেসক্লাব সাংবাদিককে জানান বাংলাদেশ  পল্লী বিদ্যুৎ সমিতি ৩৯লাখ ৬৯ হাজার ৬শত ঠাকা ব্যয়ে ৩.৩০৮ কিলোমিটার দীর্ঘ বিদ্যুৎ লাইনের আওতায় ১৫৫ জন গ্রাহককে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করেছেন।






Shares