Main Menu

মা ও শিশু স্বাস্থ্য উন্নয়নের উপর অ্যাডভোকেসি সভা

+100%-


প্রতিনিধি॥ মা ও শিশু স্বাস্থ্য উন্নয়নের উপর রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ব্র্যাকের মার্কেটিং ইনোভেশন ফর হেলথ কমিউনিটি মবিলাইজেশন কার্যক্রমের আওতায় নতুন দিন জেলা অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ ছাল্লাল,পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক অরবিন্দ দ্ত্ত, সহকারী পুলিশ সুপার সফিকুর রহমান।
সিভিল সার্জন ডাঃ নারায়ন চন্দ্র দাসের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার অধিকারী,আখাউড়া স্বাস্থ্য ও পরিবার পকিল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহআলম,ব্রাকের জেলা ম্যানেজার শাহাদত হোসেন খন্দকার,সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার আব্বাস উদ্দিন খান,মোঃ ইমাম উদ্দিন প্রমুখ।
সভায় মা ও শিশুর মৃত্যুরোধ এবং মা ও শিশুর স্বাস্থ্য উন্নয়নের উপর গুরুত্বারোপ করা হয়।
সভায় জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা, সাংবাদিক, এন জি ও প্রতিনিধি সহ ৭০ জন অংশ গ্রহণ করেন।






Shares